মৌলভীবাজারের আইনজীবী সুজন মিয়া হ*ত্যার সুষ্ঠু তদন্তের দাবী, আ*সামীদের পক্ষে মা*মলা পরিচালনা করবেনা আইনজীবীরা

April 10, 2025,

স্টাফ রিপোর্টার : তরুণ আইনজীবী সুজন মিয়া হত্যার সুষ্ঠু তদন্ত ও সকল হামলাকারী গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার ১০ এপ্রিল বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির আহবায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিব বলেন, এই মামলায় পুলিশি তদন্ত চলছে। ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী করেন। পাশাপাশি যৌক্তিক সময়ে এই মামলায় চার্জশীট হবে আশাবাদ ব্যক্ত করেন। সহকর্মী আইনজীবী হত্যায় ন্যায় বিচারে আইনজীবী সমিতির সক্রিয় ভূমিকা সচেষ্ট থাকবে।

তিনি আরও বলেন, সম্ভাবনাময় তরুণ আইনজীবী সুজন মিয়া হত্যায় কিশোর গ্যাং ফোসকা বাজার ইত্যাদির সম্পৃক্ততা পাওয়া গেছে। সত্যিকার অর্থেই আমাদের আগামী দিনের নাগরিক কিশোর সমাজ দিনদিন ভয়ংকর হয়ে উঠছে। ভ্রাম্যমান হকার, ফোসকা বাজারে উঠতি অপরাধী নেশাখোরদের উপদ্রব এই শহরে বৃদ্ধি পাচ্ছে। ভ্যানগাড়ি যানজাটসহ নানা অপরাধের মূল কারণ হিসেবে দাঁড়িছে। এসব ভ্রাম্যমানদের কেন্দ্র করে অপরাধী চক্র দিনদিন শক্তি বৃদ্ধি করছে। তাদের প্রতি আইন প্রয়োগকারী সংস্থার নজরদারী রাখার আহবান করেন।

এছাড়াও আইনজীবী সুজন মিয়া হত্যার আসামীদের পক্ষে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির কেউ মামলা পরিচালনা করবেনা বলে জানান। যদি কোন কারণে পুলিশী তদন্ত সঠিক ভাবে না হলে তারা আদালতে নারাজি দেবেন।

সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এডভোকেট শান্তিপদ ঘোষ, পাবলিক পসিকিউটর (পিপি) এডভোকেট আব্দুল মতিন, নারী ও শিশু আদালতের পিপি এডভোকেট বকশি জুবায়ের, এডভোকেট আব্দুল ওয়াহিদ, এডভোকেট ফারুক সালাম ও এডভোকেট সুবিনা আক্তারসহ অন্যন্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com