মৌলভীবাজারের গিয়াসনগর থেকে যুবকের লাশ উদ্ধার : মৃত্যু নিয়ে রহস্য

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কোনা পাড়া থেকে মসাহিদ মিয়া (৪৫) নামের এক যুবকে মুঠোফোনে ডেকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী সহ ২ জন আটক করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, মঙ্গলবার রাতে ৯টার দিকে মুঠোফোনে রোজিনা বেগম নামের এক নারী ডেকে নেন মসাহিদকে। পরে ৩১ জানুয়ারি ভোর রাতে তার মৃতদেহ ওই নারীর বাড়ির আঙ্গিনায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল জানান, আটক রোজিনা বেগম (৩৫) এবং ওয়েছ মিয়া (৩৫)কে ঘটনার সাথে জড়িত সন্ধেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দেয়া হয়। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহতের মসাহিদ মিয়ার বাড়ি একই ইউনিয়নের পার্শবর্তী শাহাপুর এলাকায়। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন