মৌলভীবাজারে আন্ত: কলেজ গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল খেলায় মৌলভীবাজার সরকারি কলেজ চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টে সমাপনী খেলা এম সাইফুর রহমান ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। খেলায় মৌলভীবাজার সরকারি কলেজ চ্যাম্পিয়ন,কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ রানার্সআপ হয়েছে।
খেলায় নিধারিত সময়ে গোল শুন্য থাকায় খেলা শেষ পযন্ত ট্রাইবেকারে গড়ায়। মৌলভীবাজার সরকারি কলেজ ফুটবলদল টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ।
খেলায় জেলা থেকে সরকারি ও বেসরকারি কলেজের ১০টি ফুটবল দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মৌলভীবাজার সরকারি কলেজের ৭নং জার্সিধারী তানভীর আহমেদ আরিফ, সেরা খেলোয়াড় হয়েছে একই কলেজের ৮নং জার্সিধারী গোবিন্দ বঙ্গ কর্মী এবং সমাপনী খেলায় সেরা খেলোয়াড় হয়েছে কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের ১২নং জার্সিধারী লোডসাই পতমী।
জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ এর সভাপতিত্বে প্রতিযোগিতায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামাল আহমদ, জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য মনোয়ার তরফদার রহমান, জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এডহক কমিটির সদস্য সাব্বির আহমেদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এডহক কমিটির সদস্য ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তনজু খান ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
আন্ত: কলেজে ফুটবল প্রতিযোগিতা শেষে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজারের ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন