মৌলভীবাজারে এসডি কোরআনের আলো প্রতিযোগীতার গ্র্যান্ড ফাইনাল ও পুরষ্কার বিতরণ

March 17, 2025,

শাহরিয়ার খান সাকিব : রহমত, মাগফেরাত ও নাজাতের পয়গাম নিয়ে শুরু হওয়া মহিমান্বিত রমজান উপলক্ষে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ৯ম বারের মতো অনুষ্ঠিত হলো ঝউ কোরআনের আলো-২০২৫।

রোববার ১৬ মার্চ শহরের আভিজাত্য রেস্টুরেন্ট রেস্ট ইন-এ গ্র্যান্ড ফাইনালে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কোরআনের পাখিরা মুগ্ধ করা সুরে তেলাওয়াত পরিবেশন করেন।

বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০ জন প্রতিযোগির মধ্যে বাছাইপর্বে উত্তীর্ণ ১৫ জন ইয়েস কার্ড প্রাপ্ত হয়ে গ্র্যান্ড ফাইনালে অংশ নেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুণা মাদ্রাসার শায়খুল হাদিস হাফেজ আল্লামা ওলিউর রহমান হামিদী।

স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থার কেন্দ্রীয় সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে ও শাহ মিছবাহ্’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক, মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. আয়াছ আহমদ, স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা শামীম আহমদ, লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ডেপুটি ডিরেক্টর মাওলানা আব্দুল হাকিম, হাফেজ মাওলানা আব্দুল মগনি, সম্মিলিত সামজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, বেঙ্গল ফুড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুনিম আহমদ রিমন, উপদেষ্টা সালেহ আহমদ।

স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি শাহ নূর  আহমেদ, সহ-সভাপতি জুনেদ আহমদ, কেন্দ্রীয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তুহেল আহমদ, রাজু আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক   শাহ ওমর আলি, সাংগঠনিক সম্পাদক আনোয়ার মিয়া, কামরান আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারি হেলাল আহমদ, অর্থ সম্পাদক মুরাদ আহমদ সৌরভ, জেলা শাখার সভাপতি হাফেজ ক্বারি মিনহাজ আহমদ, কমলগঞ্জ শাখার সভাপতি জাহেদ আহমদ, আজিবন সদস্য অয়ন তালুকদার, কার্যকরি সদস্য আহমেদ নজরুল , রুমন আহমদ, সৈয়দ ইমরান , মো আলি, আহমেদ মামুন, জামাল উদ্দিন, আব্দুস ছুপান সামি প্রমুখ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে নগদ অর্থ, স্বর্ণপদক, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ‘ক’ গ্রুপ ১ম স্থান অধিকারীকে নগদ ১৫ হাজার টাকা ও স্বর্ণপদক, ২য় স্থান ১০ হাজার টাকা, ৩য় নগদ-৮ হাজার টাকা, ৪র্থ স্থান ৬ হাজার টাকা ও ৫ম স্থান ৫ হাজার টাকা প্রদান করা হয়।

এছাড়াও ‘খ’ গ্রুপের ১ম স্থান নগদ ২০ হাজার টাকা ও স্বর্ণপদক, ২য় স্থান নগদ ১৫ হাজার টাকা, ৩য় স্থান নগদ ১০ হাজার টাকা, ৪র্থ স্থান নগদ ৭ হাজার টাকা ও ৫ম স্থান নগদ ৫ হাজার টাকাসহ অংশগ্রহণকারী মোট ১৫ জনের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও উপহার সামগ্রী বিতরণ করা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com