মৌলভীবাজারে জমিজমা সংক্রান্ত বিরোধে চাচার প্রাণ নাশের চেষ্টা কিশোর গ্যাং লিডার

April 16, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে কিশোর গ্যাং লিডার ভাতিজা সাহেল আহমদ ও ছোট ভাইয়ের স্ত্রী সুমি ইসলাম এর হাতে চাচা মাহফুজুর রহমান ওরফে মোবারক মিয়া (৬২) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলার দজবালী গ্রামে মোবারক মিয়া ও সামছু মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ১৬ এপ্রিল সকালে মোবারক মিয়া বাড়ীতে গেলে পূর্ব পরিকল্পনা মাফিক ছোট ভাই ও তার স্ত্রী হত্যার উদ্দেশ্য মাটিতে ফেলে উপর্যুপরি হামলা চালায়। পরে হামলায় আহত মোবারক মিয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তাকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল পাঠানো হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে ফের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, প্রবাসী শামসুল ইসলামের ছেলে সাহেল আহমদ এলাকার কিশোর গ্যাংয়ের লিডার বলে পরিচিত। কয়েকমাস পূর্বে সে তার বন্ধুকে একইভাবে হামলা করতে গিয়ে আহত হয়। সে এলাকাবাসীর জন্য এক আতঙ্কের নাম।
মোবারক মিয়ার ছেলে প্রবাসী সাংবাদিক তানভীর আঞ্জুম আরিফ তার ৬২ বছর বয়সী বৃদ্ধ বাবার উপর পরিকল্পিত হামলার সুষ্ঠ দাবী জনান। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, থানায় মামলা হয়েছে, পুলিশ আসামী গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com