মৌলভীবাজারে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হজ প্রশিক্ষণ

April 16, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬ এপ্রিল এম সাইফুর রহমান অডিটরিয়ামে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ ফারুক আলমের সভাপতিত্বে হজ যাত্রীদের সাধারণ করনণীয় বিষয়াদী ও আইসিটি ব্যবহার প্রশিক্ষণ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস, সুষ্ঠু হজ ব্যবস্থাপনা যাত্রীদের করনীয় বিষয়ে প্রশিক্ষণ দেন হাব আঞ্চলিক পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ বেলাল, হজের বিধি বিধান সম্পর্কে উপস্থাপনা করেন টাইন দেওয়ানী মসজিদের প্রেস ইমাম সৈয়দ মুহিত উদ্দিন, স্বাস্থ্য সচেতনতা করনীয় বিষয়ে প্রশিক্ষণ দেন ডা: মো: জোবায়ের খান এবং হজ ডেভিড কার্ড বিষয়ে আলোচনা করেন ইসলামী ব্যাংক এর অফিসার মো: শরিফুল ইসলাম। প্রশিক্ষণে অংশ নেন ২১১ জন হজ যাত্রী। চলতি বছর মৌলভীবাজার জেলা থেকে মোট ৩৭৭ জন যাত্রী পবিত্র হজ পালনে যাবেন।

ফ্রি হজ প্রশিক্ষণ ২১ এপ্রিল মৌলভীবাজারে অনুষ্ঠিত হবে

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com