মৌলভীবাজারে দিনদুপুরে সরকারের ইজারা দেওয়া জলাশয় থেকে লুট করা হচ্ছে মাছ

April 10, 2025,

স্টাফ রিপোর্টার : দেখে যে কারও মনে হবে জলমহাল কিংবা বিলে মাছ ধরার উৎসব চলছে। কার আগে কে কত বেশি মাছ ধরতে পারে যেন তার প্রতিযোগিতা চলছে। এতে অংশ নেয় মৌলভীবাজার সদও উপজেলার খলিলপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে লোকজন। অথচ এটি কোনো মাছ ধরার পলো বাওয়া উৎসব নয়। দিনদুপুরে সরকারের ইজারা দেওয়া জলাশয় থেকে মাছ লুট করা হচ্ছে। স্থানীয় ৩/৪টি গ্রামের মানুষ মাছ ধরতে মরিয়া হয়ে উঠেছেন।

গত ৯ এপ্রিল বুধবার মৌলভীবাজার সদর উপজেলার ১টি জলমহালের প্রায় ৫ লক্ষ টাকা মাছ লুট করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আফরোগঞ্জ পৃর্ব বেরি বদ্ধ বিল। বুধবার ৯ এপ্রিল সকালে বিলের ইজারাদার খবর পান বুধবার ভোরে তার বিলের মাছ লুটপাট করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিষয়টি ইজারাদার স্থানীয শেরপুর পুলিশ ফাড়ি ও উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেন। পরে দুপুর ১২টায় ওই বিলে অবস্থান নেয় স্থানীয শেরপুর পুলিশ ফাড়ি। কিন্ত তাতে কোনোও লাভ হয়নি। খলিলপুর বিলের আশপাশে প্রায় ৩/৪ গ্রামের মানুষ একত্রিত হয়ে জলমহালটির ৫ লক্ষ টাকার অপরিপক্ষ মাছ লুট করে নেন।

কাদির নামের আরেকজন বলেন, ‘বিল থেকে সখে বশে একটা মাছ ধরেছি। বাসায় নিয়ে খাবো।’ কুশিয়ারা মতস্য জীবি সমবায় সমিতির লি: এর সভাপতি বিলের ইজারাদার পরবেশ আলী বলেন, ‘আমাদের সব শেষ। আমার প্রশাসনের নিদেশে মৌলভীবাজার শেরপুর আইনপুর মৌজার পূর্ব বেরি বিল বেদ্ধ) ২৪.৯১ একর জলমহাল গত ৫মে/২৩ ইং হতে উন্নয়ন প্রকল্পের আওতায় ইজারা গ্রহন করে মাছ চাষ করে আসছি। কিন্ত দিনদুপুরে আমাদের বিলের মাছ লুট করে নিয়ে যাচ্ছে। স্থানীয় পুলিশ প্রশাসন আজ সক্রিয় থাকায় বিপুল ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছি।

মৌলভীবাজার শেরপুর সদও পুলিশ ফাড়ির এস,আই সোহাগ মিয়া বলেন, ‘ ১১টায় শেরপুর সদও পুলিশ ফাড়ির পুলিশ, টিমসহ আমরা বিলে অবস্থান করি, যাতে কেউ লুটপাট করতে না পারে। কিন্তু সেখানে এত পরিমাণ মানুষ যে আমরা তাদের সামাল দিতে চেষ্ঠা করি। তবে বিল মালিক অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেবো। মৌলভীবাজার সদও উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী বলেন, আমি শুনেছি মৌলভীবাজার আইনপুর মৌজার পুর্ব বেরি বিল (বদ্ধ) এর আশপাশ এলাকার লোকজন (সৌখিন পালো বাওয়া) সরকারি ইজারা জমমহালের মাছ লুট করেছে এবং উপজেলা প্রশাসন ও পুলিশ ফাড়ির পুলিশবাহিনীর সহযোগিতায় ব্যাপক ক্ষতি হাত থেকে রক্ষা পায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com