মৌলভীবাজারে বিএনপির ১০টি ইউনিটের আহবায়ক কমিটির অনুমোদন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা বিএনপি জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌর বিএনপির মধ্যে কেবল শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা ছাড়া সবকটি উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার রাতে এসব কমিটি দলীয় প্যাডে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর যৌথ স্বাক্ষরে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়।
মৌলভীবাজার সদর উপজেলা :
আহবায়ক বদরুল আলম,সিনিয়র যুগ্ম আহবায়ক মুহিতুর রহমান হেলাল, যুগ্ম আহবায়ক মারুফ আহমদ।সদস্যরা হলেন ফখরুল ইসলাম,খালিছ মিয়া,মুজিবুর রহমান মজনু, তোফায়েল আহমদ তোয়েল,আশরাফ উদ্দিন আহমদ,আব্দুল করিম ইমানী,শফিউর রহমান,মিলাদ হোসেন,রানা খান শাহীন,মোঃ ফখরুজ্জামান,শাহাবুদ্দীন আহমদ,মামুনুর রশিদ, হুমায়ুন কবির,সাহাবউদ্দিন,কাজল মাহমুদ,আবুল হোসেন,সৈয়দ ফয়ছল আহমদ, রুহেল বক্স,ওয়াহিদুর রহমান জুনেদ, কামাল আহমদ (মেম্বার), আতাউর রহমান ও মোঃ জিলুর রহমান।
মৌলভীবাজার পৌর :
আহবায়ক সৈয়দ মমশাদ আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সারওয়ার মজুমদার ইমন, যুগ্ম আহবায়ক মনোয়ার আহমদ রহমান,সদস্য অলিউর রহমান,আনিছুজ্জামান বায়েছ, মাহবুব ইজদানী ইমরান,শহিদ আহমদ জুনেদ,শফিকুর রহমান,সালাম আহমেদ জিতু, আশরাফুল হক চৌধুরী মোস্তাক, বদরুল আলম নোমান, নাছির আহমদ,রেজাউল করিম রেজা, সাইফুল ইসলাম স্বপন, মোঃ জবলু মিয়া,মোঃ লোকমান হোসেন, সৈয়দ ইজাজুল ইসলাম, রুনু মিয়া,শেখ জুবেদ আহমদ, সৈয়দ শাহনুর ও পরিতোষ দাশ গুপ্ত।
জুড়ী উপজেলা :
আহবায়ক মোঃ মোস্তাকিম হোসেন,সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী মাসুম রেজা,যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনু ও হাজী হেলাল উদ্দিন, সদস্য নাছির উদ্দিন মিঠু, মোঃ হাবিবুর রহমান আছকর, লিয়াকত আলী,ফখরুল ইসলাম শামীম,এম মোহাইমিন শামীম, এমদাদুল ইসলাম চৌধুরী,মোঃ জামাল হোসেন,নজমুল ইসলাম,আব্দুল কাইয়ুম (চেয়ারম্যান),হাজী আব্দুল মুহিত নামর,মোঃ ফাতির আলী,মোঃ মোশতাক খান,সোহাই মিয়া,বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, শাহিন আহমদ রুলন,খুর্শেদ আলম ও মোঃ সিরাজুল ইসলাম।
কুলাউড়া উপজেলা :
আহবায়ক রেদওয়ান খান,সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল ও শওকতুল ইসলাম শকু, সদস্য এ এন এম খালেদ লাকী, ময়নুল হক বকুল,জয়নাল আবেদীন বাচ্চু,শামিম আহমদ চৌধুরী,এম এ মজিদ,আজিজুর রহমান মনির, আলমগীর হোসেন ভূঁইয়া,বদরুজ্জামান সজল, ডাঃ মোঃ তারু খান, আবু সুফিয়ান, ফারুক আহমদ পান্না,আকদ্দস আলী, রুমেল খান, হারুন মিয়া, কমর উদ্দিন কমরু, আব্দুল মুক্তাদির মুক্তার ও কামরুল ইসলাম পাখি।
কুলাউড়া পৌর :
আহবায়ক খন্দকার মুহিবুর রহমান,সিনিয়র যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান, সদস্য অলিউর রহমান শিপলু,আব্দুল গাফফার চৌধুরী,মোঃ হারুনুর রশিদ, মোঃ কায়ছার আরিফ,জুবের খান,রাসেল আহমদ চৌধুরী,শামীম আহমদ,সামছুল ইসলাম,আনছার আলী,তাছলিমা সুলতানা মনি,ফয়জুর রহমান গোলাপ আশিকুর রহমান মুন্না, কাদের কিবরিয়া চৌধুরী, সুমাইয়া রহমান, জামান আহমদ, মোঃ নজরুল ইসলাম, এস, এম, শামীম আহমদ, সফিকুল ইসলাম শামীম ও মোঃ আকমল হোসেন।
শ্রীমঙ্গল পৌর :
আহবায়ক মোঃ শামীম আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মিলাদ হোসেন মিরাশদার,যুগ্ম আহবায়ক এ রাশেদুল হাসান ও আব্দুল জব্বার (আজাদ), সদস্য-আতিকুর রহমান জরিফ,মীর এম এ সালাম, মোঃ আলমগীর সেলিম,মোঃ জয়নাল চৌধুরী,মোঃ সহিদ মিয়া, টিটু দাশ, মোঃ সাইফুদ্দিন (সাবলু), মোঃ মোছাব্বির আলী মুন্না, আলকাছ মিয়া, নজরুল ইসলাম, ফয়ছল ইসলাম, জাহিদ হোসেন, সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, মোঃ মিজানুর রহমান মাসুম, কামরুল ইসলাম জুয়েল, টমাস আহমদ ও মোঃ শেফাক ইসলাম (নিল)।
বড়লেখা উপজেলা :
আহবায়ক জয়নাল আবেদীন,সিনিয়র যুগ্ম আহবায়ক নছিব আলী, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান খছরু, সদস্য আব্দুল হাফিজ, মুহিবুর রহমান ফারুক, মুজিব রেজা চৌধুরী, আলাল উদ্দিন, অধ্যাপক আব্দুস সহিদ খান, জাহিদুল ইসলাম মামুন,মঈন উদ্দিন, হাজী আনোয়ার উদ্দিন,আব্দুল কুদ্দুস স্বপন, আব্দুল গনি, আবুল আছ আহমদ, ফয়ছল আহমদ, জামিল আহমদ,মিছবা উল হক মিনু, সাইফুল ইসলাম, ফখরুল ইসলাম সনু মিয়া, এডভোকেট আবু নছর মোঃ মাসহুদ ও এস এম শরিফল ইসলাম বাবুল।
বড়লেখা পৌর :
আহবায়ক মীর মখলিছুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোহাচ্ছান বাদল, যুগ্ম আহবায়ক আব্দুল হাফিজ (ললন),সদস্য-সাইফুল ইসলাম খোকন, এ আনোয়ারুল ইসলাম, আতাউর রহমান শহিদ, আব্দুল মালিক, আব্দুল ফাত্তার, তাজুল ইসলাম, আব্দুল জলিল খোকন, হারুনুর রশিদ, মোঃ রিয়াজ উদ্দিন, আলতাফ হোসেন, ফয়ছল আহমদ সাগর,হাজী মখলিছুর রহমান,সাইফুল ইসলাম, আছাদ আহমদ, আবু সুফিয়ান তাফাদার, জাহিদ আহমদ, মীর মোহাম্মদ শামিমুর রহমান ও মুহিবুর রহমান আশুক।
কমলগঞ্জ উপজেলা :
আহবায়ক অলি আহমদ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, যুগ্ম আহবায়ক আবুল হোসেন,সদস্য-দুরুদ আহমদ, মোঃ শফিকুর রহমান চৌধুরী, গোলাম কিবরিয়া সফি, মোঃ আলম পারভেজ চৌধুরী সুহেল, পুষ্প কুমার কানু, এডভোকেট আব্দুল আহাদ, ইলিয়াছ মিয়া,তাজ উদ্দিন তাজু,তোফায়েল আহমদ চৌধুরী, মোঃ শামীমুল আহসান (শামীম), লোকমান হোসেন চৌধুরী, মোঃ সবুজুর রহমান, সিরাজুল ইসলাম, আহমেদুর রহমান খোকন, বাবুল হোসেন চৌধুরী, বীরবল প্রাসাদ পাল, নজরুল ইসলাম মনির ও আনসার শুকরানা মান্না।
কমলগঞ্জ পৌর :
আহবায়বক সুয়েব আহমদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সরওয়ার শুকরানা নান্না,যুগ্ম আহবায়ক প্রত্যুস ধর ও শফিকুর রহমান। সদস্য ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, ইব্রাহিম জমশেদ,সৈয়দ জামাল হোসেন,সৈয়দ খালেদ মাহমুদ,সৈয়দ রকিব উদ্দিন,আব্দুস সালাম,শিউলী আক্তার শাপলা, শেখ জসিম উদ্দিন শাকিল, রবিউল ইসলাম অভি,আবু সাদাত মো: সায়েম শামীম,আবু সুফিয়ান, মো: রাসেল হাসান বক্ত, মো: নোমান আলী,কে এস হেলাল খসরু,ইয়াদুল হাসান চৌধুরী,মো: হারুনুর রশিদ,আব্দুস শহীদ।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান আগামী দুই তিনদিনের মধ্যে শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হবে। ঘোষিত এসব কমিটি তৃণমূলে দলকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা ও পৌর কমিটি সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। ঘোষিত এসব কমিটি আগামী দুইমাসের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন করতে হবে।
মন্তব্য করুন