মৌলভীবাজারে বিপিপিএ’র কার্যাবলী এবং ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

April 8, 2025,

স্টাফ রিপোর্টার : ঠিকাদারী প্রতিষ্ঠান, ব্যাংক, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, সরকারী কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে বিপিপিএ কার্যাবলী এবং ই-জিপি  সহজীকরন ও এর বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৮ এপ্রিল দূপুরে জেলা প্রশাসক হলরুমে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) বাস্তবায়ন পরিবীক্ষণ ও পরিকল্পনা এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালল বিপিপিএ, আইএমইডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আশফাকুর রহমান।

জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান,এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,  ঠিকাদার মোঃ শাহিন আহমদ প্রমুখ।

মির্জা আশফাকুর রহমান বলেন, ই-জিপিকে একটি পূর্ণাঙ্গ  অনলাইন সিস্টেমে পরিণত করার জন্য এতে কিছু নতুন মডিউল যুক্ত করা হয়েছে। মোট সরকারি ক্রয়ের প্রায় ৭০ শতাংশ এখন ই-জিপি’র মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি দেশে ই-জিপি বাস্তবায়নের মাধ্যমে সরকারি ক্রয়ের ক্ষেত্রে অর্জিত ইতিবাচক ফলাফলগুলিও উল্লেখ করেন। এ পর্যন্ত ১১টি দেশ এবং পাঁচটি আন্তর্জাতিক সংস্থা আমাদের ই-জিপি সাফল্য সম্পর্কে জানার জন্য বিপিপিএ পরিদর্শন করেছে। তিনি আরও উল্লেখ করে বলেন, ই-জিপি এখন সরকারি ক্রয় প্রক্রিয়ায় ক্রয়কারী সংস্থাগুলির জন্য বাধ্যতামূলক।

স্থানীয় ক্রয়কারী সংস্থা, দর দাতা, ব্যাংক ও গণমাধ্যমের প্রায় ৭৫ জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন। কিছু ক্রয়কারী সংস্থা ও দরদাতা সরকারি ক্রয় ও ই-জিপি সিস্টেম সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন।

বিপিপিএ (পূর্বতন সিপিটিইউ) সরকারি ক্রয়ের ডিজিটাইজেশনের জন্য ই-জিপি চালু করে। ২০১১ সালের ২ জুন ই-জিপি পোর্টাল উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com