মৌলভীবাজারে মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের উদ্যেগে ১ হাজার কম্বল বিতরণ

January 9, 2025,

স্টাফ রিপোর্টার : প্রতি বছরের মত এবারও মৌলভীবাজারে দরিদ্র-শীতার্থ মানুষের মধ্যে শীত হিসেবে কম্বল বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ফাউন্ডেশন।

বৃহস্পতিবার বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি উদোক্তা পরিচালক ও  মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটি লিমিটেড এর ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মনসুরুজ্জামান। এভিপি ও শাখা ব্যবস্থাপক হাসান কুদরতুল ফেরদৌস চৌধুরী সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর মৌলভীবাজার প্রতিনিধি ডা: ছাদিক আহমদ, সমাজ সেবক ও সাংবাদিক সৈয়দ রুহুল আমীন, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী।

পরে জেলার ১ হাজার জন শীতার্থ মানুষকে কম্বল বিতরণ করেন অতিথিরা। এ সময় অতিথিরা মার্কেন্টাইল ব্যাংকের মত অন্য বাণিজ্যিাক প্রতিষ্ঠানকে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। ব্যাংক পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনসুরুজ্জামান বলেন ব্যাংকের লভ্যাংশের একটা অংশ মাকের্›টাইল ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন দূর্যোগে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মত এবারো মৌলভীবাজারে শীতবন্ত্র বিতরণ করা হচ্ছে।

উল্লেখযোগ্য বিতরণকৃত সংস্থার নাম  :

বিএনএসবি আই হসপিটাল, পারস্পরিক সমাজকল্যাণ সংস্থা, অপরাজিতা মহিলা সংস্থা, জামিয়া রহমানিয়া মাদরাসা, মোস্তফাপুর, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা, বর্ষিজোড়া নুরুল কোরআন হাফিজিয়া মাদরাসা, উত্তর মুলাইম মল্লিক সরাই মাদরাসা ও এতিমখানা, হাজী মোজাফর এতিমখানা ও মাদরাসা, খালিশপুর মাহমুদা আফরোজ এতিমখানা, বর্ষিজোড়া মাদরাসা সহ বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও সামাজিক সংস্থা সহ অসংখ্যা দুস্থ ব্যক্তি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com