মৌলভীবাজারে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের শীতবস্ত্র বিতরণ

January 14, 2025,

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে অসহায়-দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম।

সোমবার ১৩ জানুয়ারি সকালে ফ্রেন্ডস ফোরাম জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে অর্ধশতাধিক গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন।

বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা ও যায়যায়দিন’র স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ, আনন্দ পাঠশালার সভাপতি আব্দুস সালাম প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব শিমুল বোনার্জী, আলতাফুর রহমান, সাংবাদিক মামুনূর রশীদ, খিজির মোহাম্মদ জুলফিকার, আশরাফুল ইসলাম তানভীর,  রেদওয়ান আহমদ ছামী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com