মৌলভীবাজারে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

July 7, 2024,

শাহরিয়ার খান সাকিব॥ মৌলভীবাজারের উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। এ সময় ভক্তরা নেচে গেয়ে কীর্তন করতে থাকেন। রথে অংশ নেন জেলার নানা প্রান্ত থেকে আগত কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বীরা।
রোববার ৭ জুলাই বিকেল ৪টায় মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া থেকে শোভাযাত্রা র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলার উত্তর জগন্নাথপুর শ্রী শ্রী গোবিন্দ জিউ আখরায় গিয়ে শেষ হয়। পৃথকভাবে শহরের সৈয়ারপুর এলাকার ইস্কন মন্দির প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়। এছাড়া বাংলাদেশ জাতীয় হিন্দু মহা সংঘ, জাতীয় ছাত্র মহা সংঘসহ শহরের একাধিক মন্দির, আয়োজক কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা বের করা হয়।
রথ যাত্রায় অংশ নিতে রাস্তায় ঢল নামে হাজারো সনাতন ধর্মাবলম্বীদের। ১৫ জুলাই উল্টোরথের মধ্য দিয়ে এই রথযাত্রা উৎসব শেষ হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com