মৌলভীবাজার জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি হলেন এডভোকেট নিয়ামুল হক

স্টাফ রিপোটার : মৌলভীবাজার জেলা ও দায়রা জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসাবে জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী এ্যাডভোকেট নিয়ামুল হককে নিয়োগ দেয়া হয়েছে। থাকে গত ২০ মার্চ ২০২৫ এর এক নিয়োগ পত্রের মাধ্যমে নতুন করে এই নিয়োগ প্রদান করা হয় বলে জানা গেছে।
তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার জেলা ইউনিটের দপ্তর সম্পাদক এবং জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তাছাড়াও জাতীয়তাবাদী পরিবারের একজন সক্রিয় ও নিবেদিত কর্মী ।
জানা যায় তিনি মৌলভীবাজারে জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এক অন্যতম সহযোগী ছিলেন। সাধারণ শিক্ষার্থীরা বলেন একমাত্র আইনজীবী হিসেবে এডভোকেট নিয়ামুল হক জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় তার জীবনের ঝুকি নিয়ে মাঠে থেকে আমাদেরকে বিনামূল্যে আইনি সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা করেছিলেন, যার কারণে আমরা এই আন্দোলনে অনেকটা অনুপ্রেরণা পেয়েছিলাম। তিনি একজন সৎ সাহসী এবং দুর্নীতিমুক্ত ব্যক্তি। কিন্তু দুঃখজনকভাবে আমাদের বিপ্লবকে এবং আমাদের শক্তিকে ভেঙ্গে দেওয়ার জন্য ফ্যাসিবাদের কিছু কুচক্রী মহল তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয় কিন্তু তারা সফল হতে পারেনি। আমরা আমাদের এই সহযোগী ভাইয়ের নিয়োগকে আনন্দের সহিত দেখছি, আশা করছি তিনি আমাদেরকে সামনেও একজন আইনজীবী হিসেবে আমাদের যেকোনো সমস্যায় ভূমিকা রাখবেন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তাকে নিয়োগ প্রদানের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা।
এডভোকেট নিয়ামুল হক এর নিকট জানতে চাইলে তিনি বলেন যেহেতু আমাকে এই পদের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে, আমি সৎ ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করছি। এবং পাশাপাশি নিয়োগদাতা কর্তৃপক্ষ এবং যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন