মৌলভীবাজার জেলা নাগরিক কমিটির আয়োজনে প্রবাসীদেরকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা নাগরিক কমিটির আয়োজনে প্রবাসীদেরকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান ওয়েস্টার্ন রেস্টুরেন্টে প্রবাসীদেরকে নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারি সংবর্ধনা অনুষ্ঠানে জেলা নাগরিক কমিটির সভাপতি সৈয়দ সাহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য ও ব্যাংকার মোহাম্মদ মেরাজ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ।
প্রবাসী সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি লিডার সৈয়দ শওকত আলী, প্রবাসী কমিউনিটি লিডার ও আমেরিকার নিউইয়র্ক শহরের নিউইয়র্ক ষ্টেটের প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেটিক কনভেনশনাল ডেলিগেট কংগ্রেশনাল ডিস্ট্রিক ১৩ ও নিউইয়র্ক সিটির সিভি-৭’র বোর্ড মেম্বার মঞ্জুর চৌধুরী জগলুল ও নজমুল হক।
জেলা নাগরিক কমিটির পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, প্রফেসর ড. মো: ফজলুল আলী, এডভোকেট সুনীল কুমার দাস, জেলা জজ আদালতের জিপি এডভোকেট মামুনুর রশিদ, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, অধ্যাপক মো: সেলিম, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মহসিন, সহকারী অধ্যাপক হাফেজ তাজুল ইসলাম চৌধুরী, এডভোকেট আখলাকুল আম্বিয়া, সাংবাদিক মওসুফ এ চৌধুরী, নিরাপদ সড়ক চাই সহ-সভাপতি ও শিক্ষক মাওলানা মকবুল হোসাইন খান, শিক্ষক বাবুল উদ্দিন খান, সাংবাদিক মুক্তাদির হোসাইন, দেওয়ান মোনাকিব, সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন