মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের রাজনগর থানা পরিদর্শন
April 17, 2025,

রাজনগর প্রতিনিধি : রাজনগর থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবা।
১৬ এপ্রিল বুধবার জেলা পুলিশ সুপার রাজনগর থানা পরিদর্শনে আসলে এসপিকে স্বাগত জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আজমল হোসেন এবং রাজনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোর্শেদুল হাসান খান। এরপর পুলিশ সুপারকে অফিসার ইনচার্জের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন রাজনগর থানার একটি চৌকস টিম। সালাম ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার থানার অস্ত্রাগার, থানা মালখানা, থানা ব্যারাক, মেসসহ থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তিনি বিভিন্ন দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার ও মামলার ডকেট পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মন্তব্য করুন