মৌলভীবাজার স্বেচ্ছাসেবকলীগ নেতা তুষার গ্রে-ফ-তা-র

April 14, 2025,

স্টাফ রিপোর্টার :  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি ছাত্রদের উপর হামলাকারী জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষারকে গ্রপ্তার করেছে  মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

রোববার ১৩ এপ্রিল রাত ১০টার দিকে শহরের বড়হাট নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আনিসুল ইসলাম চৌধুরী তুষার বড়হাট এলাকার সাবেক পৌর কাউন্সিলর আতিকুল ইসলাম চৌধুরীর ছেলে।

মৌলভীবাজার মডেল থানা সুত্রে জানা যায় জায়, তুষারের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা ও মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নিজ দলের ছাত্রলীগ কর্মী আনিসুল ইসলাম চৌধুরী তুষার জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। জেলা স্বেচ্ছাসেবক দলের কাউন্সিল হলেও এখনো কমিটি অপেক্ষমান। তার নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের একটি সক্রিয় গ্রুপ ছিলো যারা দলের হয়ে হামলা ও মারামারিতে অগ্রভাগে থাকত। মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি কলেজে একক আধিপত্য ছিলো তুষার গ্রুপের প্রধান আনিসুল ইসলাম চৌধুরী তুষারের।

তাকে গ্রেফতারের খবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার ছাত্র-জনতা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। এরই সাথে তারা অন্যান্য চিহ্নিত আসামীকে দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো: মাহবুবুর রহমান তুষার গ্রেপ্তারের বিষটি নিশ্চিত করে করে জানান, তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলাসহ একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com