রাজনগরের চেলারচক-বকশিপুর সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

June 14, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চেলারচক-বকশিপুর সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
১৩ জুন বৃহস্পতিবার দুপুরে বকশিপুর-চেলারচক এলাকাবাসীর যৌথ আয়োজনে ময়দান টিলা জামে মসজিদের সম্মুখে বৃষ্টি উপেক্ষা ঘন্টাব্যাপী চলে এই দাবী আদায়ের মানববন্ধন। গ্রামের জুয়েল আহমদ’র সঞ্চালনায় বৈরি আবহাওয়া উপেক্ষা করে বক্তব্য দেন গ্রামের বিশিষ্ট মুরব্বি ফরিদ মিয়া চৌধুরী, সোহেল আহমদ,মশাহিদ মিয়া চৌধুরী, ফয়জুল ইসলাম বাবু, খালিছ মিয়া ও গ্রামের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আদিয়ান।
মানববন্ধনে বক্তারা বলেন, চেলারচক, বকশিপুর, শিমুলতলা কালারবাজার,ছিক্কাগাঁও ও বারো হালের প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ওই সড়কটির দৈর্ঘ্য মাত্র ৩ কিলোমিটার। দীর্ঘদিন যাবৎ কোন সংস্কার না হওয়াতে বর্ষা মৌসুমে জলমগ্ন থাকে সড়কটি। গ্রামের বয়োবৃদ্ধ, গর্ভবতী নারী, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও বহু কষ্টে এই কাঁদার পথ দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন। এই গ্রামের সন্তান ডাঃ জিয়াউর রহমান চৌধুরী (এমবিবিএস) মুঠোফোনে একাত্বতা পোষণ করে দ্রুত সংস্কারের দাবী জানান। মানববন্ধনে সড়কটি সংস্কার করতে বক্তারা উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান’র দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com