রাজনগরে গাঁজাসহ আটক-২

January 23, 2025,

রাজনগর প্রতিনিধি : রাজনগরে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ২২ জানুয়ারি বুধবার রাতে উপজেলার ইলাশপুর গ্রামে রাজনগর থানা পুলিশ অভিযান করে ৭৫০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজনগর  থানা অফিসার ইনচার্জ।

থানা পুলিশের সূত্রে জানাযায়,অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মুবাশ্বিরের দিক নির্দেশনায় এসআই অরূপ সরকার, এএসআই আকছির মিয়া, এএসআই জাহাঙ্গীর আলম ও  এএসআই ইলিয়াছ উদ্দিন উপজেলার টেংরা ইউনিয়নের পূর্ব  ইলাশপুর গ্রামের রাজা রাম ভূইয়ার বাড়ীতে রাত ৮ ঘটিকার সময় বিশেষ অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের কাছ থেকে ৭৫০ (সাতশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো মৃত পরেশ ভূইয়ার ছেলে রাজা রাম ভূইয়া (৫৬), ও  ইদু মিয়ার ছেলে হাসিম মিয়া(২৯) উভয়ের বাড়ি ইলাশপুর, উপজেলা রাজনগর, জেলা মৌলভীবাজার। তাদের বিরুদ্ধে রাজনগর থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com