রাজনগরে ভয়াবহ অগ্নিকান্ড, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

March 15, 2025,

শংকর দুলাল দেব : রাজনগরে  ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৪ মার্চ শুক্রবার রাত সাড়ে ৯টার সময় টেংরা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মতিন এন্ড ব্রাদার্সে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাযায়।

রাজনগর ফায়ার স্টেশন ও স্থানীয় সুত্রে জানাযায়, ১৪ মার্চ শুক্রবার রাত সাড়ে ৯টার সময় রাজনগর উপজেলার টেংরা বাজারের মেসার্স মতিন এন্ড ব্রাদার্সে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রথমে দোকানের পিছনের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। এ সময় গোডাউনের দুইটি কক্ষে সংরক্ষিত ডাল, চাল সহ বিভিন্ন নিত্য পণ্য ও দুইটি মটর সাইকেল পুড়ে ছাই হয়। আগুনের তীব্রতা নজরে এলে স্থানীদের সহযোগিতায়  সামনের কক্ষের কিছু মালামাল রক্ষা করা সম্ভব হলেও বেশিরভাগ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের লোকজন এসে দীর্ঘ ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের কারণ জানাযায়নি। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন প্রতিষ্ঠানের মালিক মোঃ মতিন মজুমদার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com