লিডিং ইউনিভার্সিটিতে জাতীয় বিতর্ক অনুষ্ঠিত, বিতর্ক মেধা ও মননের চর্চাকে শাণিত করে- দানবীর ড. সৈয়দ রাগীব আলী

স্টাফ রিপোর্টার : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের আয়োজনে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ২০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুদিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শনিবার ১৯ এপ্রিল দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিতর্ক প্রতিযোগিতা খটউঈ ঘধঃরড়হধষং ১.ঙ-এর ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতার্কিকদের পুরস্কার প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। এসময় তিনি বলেন, বিতর্ক মেধার বিকাশ ঘটায়। আজকের এ প্রতিযোগিতায় যেভাবে সিলেট এবং সিলেটের বাইরে থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পারস্পরিক মেধা বিনিময়ের মাধ্যমে নিজেদের মেধা ও মননের চর্চাকে শাণিত করার একটি কার্যকর সুযোগ পেয়েছে।
এসময় তিনি আরো বলেন, আজকের বিতার্কিকদের মধ্যে থেকেই জাতির যোগ্য নেতৃত্ব তৈরি হবে। বিশেষ অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। শিক্ষার্থীদের উচিত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করা। আজকের এ আয়োজন লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের একটি ভালো উদ্েযাগ উল্লেখ করে তিনি বলেন, নগর থেকে একটু দূরে প্রাকৃতিক সুন্দর পরিবেশে লিডিং ইউনিভার্সিটি এগিয়ে চলছে। দক্ষ মানব সম্পদ তৈরিতে উপমহাদেশের প্রখ্যাত দানবীর অসংখ্য শিক্ষা ও সাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. সৈয়দ রাগীব আলীর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে উল্লেখ করে তিনি এধরনের অনুষ্ঠান আয়োজন এবং সবার সম্মিলিত প্রয়াসে শিক্ষার মানোন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। লিডিং ইউনিভার্সিটিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা দেশের বিভিন্ন অঞ্চলের ২০ টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এরমধ্যে ফাইনাল রাউন্ডে ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দুটি দলের তমুল যুক্তি তর্কের লড়াই শেষে বিজয়ী হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
ডিবেটিং ক্লাবের উপদেষ্টা মো. জামানের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো: রেজাউল করিম।
প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন অলিউর রহমান দীপু, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আদনান সিয়াম, তেজগাঁও কলেজ এবং অনাবিল চাকমা, রাজশাহী ইউনিভার্সিটি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো: জাহিদ হাসান, ইলেক্ট্রনিকেল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো: নিয়াজ মোর্শেদুল হক, লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার রানা মজুমদার বাপ্পী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তামিম রহমান চৌধুরী, ক্লাবের বর্তমান সভাপতি ইরতিজা রহমান দোহা, সাধারণ সম্পাদক প্রতীম দাস বাধনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, বিতর্ক প্রতিযোগিতার বিচারকবৃন্দ, প্রতিযোগীয় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অন্যান সদস্যবৃন্দ।
এছাড়াও এসময় উপমহাদেশের প্রখ্যাত দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীকে আজীবন সম্মাননা দেয়া হয় লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিল ক্লাবের বর্তমান সভাপতি ইরতিজা রহমান দোহা।
মন্তব্য করুন