শিক্ষাখাতের গবেষণা কমিটির সভাপতি হলেন কুলাউড়ার ড. আবেদ চৌধুরী

স্টাফ রিপোর্টার : দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ প্রখ্যাত বিজ্ঞান গবেষক ড. আবেদ চৌধুরীকে শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত মনিটরিং কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার ৭ এপ্রিল মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব শারমিনা নাসরীন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
শারমিনা নাসরীন স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, কৃষি, স্বাস্থ্যসহ বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ অবদানকে আরও সম্প্রসারণের লক্ষ্যে সরকার উচ্চশিক্ষায় গবেষণা সহায়তা কর্মসূচি বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন করেছে। গঠিত ওই কমিটিতে সভাপতি হিসেবে ড. আবেদ চৌধুরী উচ্চশিক্ষায় গবেষণার মানোন্নয়নের জন্য দিকনির্দেশনা প্রদান এবং সার্বিক তত্ত্বাবধান করবেন।
উল্লেখ্য, আবেদ চৌধুরী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কানিহাটি গ্রামের কৃতী সন্তান।
মন্তব্য করুন