শিক্ষার্থীদের মাঝে এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদের কম্বল বিতরণ

January 29, 2024,

স্টাফ রিপোর্টার॥ এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে শীতার্ত অসহায় স্কুল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
২৯ জানুয়ারি বিকেলে মৌলভীবাজার শহরের আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ে বিশ্ব বরেণ্য অর্থনীতিবীদ,অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদ এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সৈয়দ তৌফিক আহমদ, সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: বদরুল আলম, সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী ড. আব্দুল মতিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: আমিন উদ্দিন বাবু,কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সদস্য এডভোকেট হাফেজ মাওলানা আব্দুল আলীম জিহাদী,আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: ফয়জুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,অভিভাবক,শিক্ষক ও শিক্ষার্থীরা। আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ে প্রায় শতাধিক শিক্ষার্থীকে শীতবস্ত্র কম্বল দেওয়া হয়। এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের নেতৃবৃন্দরা জানান চলমান শীত মৌসুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরিব শিক্ষার্থী, খেটে খাওয়া অসহায় দিনমজুর ও শ্রমিকদের মাঝে তারা শীতবস্ত্র কম্বল বিতরণ অব্যাহত রাখবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com