শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম ও কাবাডি প্রতিযোগীতা ২০১৮ উদ্বোধন

September 22, 2018,

বিকুল চক্রবতী॥ মৌলভীবাজার ক্রীড়া সংস্থার অধীনে ও ওলিলা গ্রুপের অর্থায়নে শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে।

২১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মৌলভীবাজার স্টেডিয়াম প্রাঙ্গনে নব নির্মিত ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করেন পুলিশ হেডকোয়াটার্স ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান বিপিএম।

জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ ও পৌর মেয়র ফজলুর রহমান, ইনডোর স্টেডিয়াম নির্মানে অনুদানকারী প্রতিষ্ঠান অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান। পরে নব নির্মিত ইনডোর স্টেডিয়ামে ফিতা কেটে  ডিএসএ কাপ কাবাডি প্রতিযোগীতা-২০১৮ এর উদ্বোধন করেন প্রধান অতিথি ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান।

এ সময় প্রধান অতিথি হাবিুবুর রহমান বলেন সামাজিক উন্নয়নে ও মেধার বিকাশে খেলাধুলার প্রযোজনীয়তা অপরিহার্য। সরকারের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলায় অর্থায়ন করে অলিলাগ্রুপ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।

উদ্বোধনের পর স্টেডিয়ামের প্রথম খেলা উপভোগ করেন প্রধান অতিথি ও বিশেষঅতিথিবৃন্দ সহ আগত দর্শকরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com