শ্রীমঙ্গলের বিএনপি নেতা ও সাবেক মেয়র মহসিন মিয়া মধু জামিনে মুক্ত 

April 4, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধুকে মৌলভীবাজার বিজ্ঞ আদালত জামিনে মুক্তি দিয়েছেন। বৃহস্পতিবার ৩ এপ্রিল মৌলভীবাজার আদালত থেকে জামিন পেয়ে জেলা কারাগার থেকে তিনি শ্রীমঙ্গলস্থ নিজ বাড়িতে ফিরেন।

উল্লেখ্য, গত ৩০ মার্চ রাতে শ্রীমঙ্গল শহরের গদারবাজারস্থ মেয়রের বিনালাভের বাজার নামক দোকানের সামনে টমটম পার্কিং নিয়ে সংঘর্ষের ঘটনায় সাবেক মেয়র মহসিন মিয়া মধুসহ ১৪ জনকে আটক করে যৌথ বাহিনী। পরে আটককৃতদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করলে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com