শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী

April 5, 2025,

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শ্রীমঙ্গল উপজেলা শাখা।  বৃহস্পতিবার ৩ এপ্রিল দুপুরে শহরের গুহ রোডস্থ আগ্রা কন্টিনেন্টাল রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুর রব।

ইসলামি ছাত্রশিবিরের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাদিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সাকিব রায়হান, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি নিজাম উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা আমির মাওলানা ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে ছাত্রশিবির ও জামাতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের প্রাক্তন এবং বতমান জনশক্তিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com