শ্রীমঙ্গলে কৃষকলীগ নেতা বাদশা গ্রেপ্তার

December 6, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে কৃষকলীগ নেতা আবুতালেব বাদশাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ৪ ডিসেম্বর সন্ধ্যায় শ্রীমঙ্গল লালবাগ এলাকা থেকে র‌্যাব-৯ এর সদস্যরা আবুতালেব বাদশা (৫৫) কে গ্রেপ্তার করেন। আবুতালেব বাদশা শ্রীমঙ্গল সদর ইউনিয়নের লালবাগ এলাকার মৃত ইসমাইল মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের রাজনীতির করতেন। পরবর্তীতে কৃষকলীগে যোগ দেন। এছাড়াও তিনি সদর ইউনিয়নে নৈকা প্রতীকে নিয়ে নির্বান করে পরাজিত হন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত কৃষকলীগ নেতা বাদশা শ্রীমঙ্গল থানার মামলা নং-১৪(১১)২৪ মামলা এজাহার ভুক্ত আসামি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com