শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা

January 22, 2025,

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ২২ জানুয়ারি দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন এর নেতৃত্বে উপজেলার ৩ নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন, ৪নং সিন্দুরখান ইউনিয়ন এবং ৬ নং আশিদ্রোন ইউনিয়নে অভিযান পরিচালন করা হয়েছে।

অভিযানে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের তালতলা নামক এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশোধিত ২০২৩ এর বিধান লঙ্ঘনের অপরাধে অভিযুক্ত এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাসসহ শ্রীমমঙ্গল থানা পুলিশের সদস্যরা।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইসলাম উদ্দিন জানান, এবিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে আজ দিনব্যপী বিভিন্ন এলাকায় অভিযান, মামলা ও জরিমানা করেছি। ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com