শ্রীমঙ্গলে নানা আয়োজনে বর্ষবরণ পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
সোমবার ১৪ এপ্রিল সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও অনুশীলনচক্র বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্র বের করে। শোভাযাত্রায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো: নুরুল আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: ইয়াকুব আলী, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, বিএনপির আহ্বয়ক কমিটির সদস্য বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বয়ক তুহিন চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান রিপন ও বিএনপি নেতা মকসুদ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশনেয়। বর্ষবরণ উপলক্ষে অনুশীলনচক্রের আয়োজনে শ্রীমঙ্গল শিশু উদ্যানে ৩দিনব্যাপী বৈশাখী মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন