শ্রীমঙ্গলে পর্যটকদের নিরাপত্তা এবং সুন্দর্য বর্ধনে সড়কে সোলার ইলাইট স্থাপন

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে পর্যটকদের নিরাপত্তা এবং সড়কের সুন্দর্য বর্ধনে স্থাপন করা হয়েছে সোলার লাইট।
শনিবার ৫ এপ্রিল বিকেলে উপজেলার গ্রান্ড সুলতান টি রিসোর্ট এর সামনে সড়কে স্থাপন করা ১২৭ টি সোলার লাইট ল্যাম্ব পোস্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নসর মোহাম্মদ আব্দুল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইসলাম উদ্দিন, টুরিস্ট পুলিশের ওসি কামরুল হাসান চৌধুরী, প্যারাগন রিসোর্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: জাহিরুল কাইয়ুম, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, নভেম ইকো রিসোর্টের ম্যানেজার খাজা মঈনুদ্দিন চিশতি, মেঘের বাড়ী রিসোর্টের পরিচালক রাজিব আহমেদ ও সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য শহীদুল ইসলাম লিটন প্রমুখ।
জানা যায়, উপজেলার পর্যটন খাতকে বিকশিত করার লক্ষে ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ইউডিজিপি প্রকল্পের আওতায় উপজেলার মোহাজেরাবাদ-রাধানগর ও ফুলছড়া -কালীঘাট সড়কে বসানো হয়েছে ১২৭টি এই সোলার লাইট। এতে ব্যয় হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকা। সোলার প্রকল্পটি উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।
এ বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, শ্রীমঙ্গল একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে যেভাবে পর্যটন বান্ধব রিসোর্ট গড়ে ওঠেছে পর্যটকদের আরও আকর্ষণ করতে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। কেবল কার ও এমিউজমেন্ট পার্ক স্হাপনার প্রস্তাবনা দিয়ে একটি মাস্টার প্লান মন্ত্রাণালয়ে পাঠানোর নির্দেশনা ইউএনওকে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন