শ্রীমঙ্গলে যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিটার, কুইন্স পার্ক এসোসিয়েশন ও রোটারী ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

October 23, 2024,

বিকুল চক্রবর্তী : যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিটার বাংলাদেশী এসোসিয়েশন, কুইন্সপার্ক বাংলাদেশী এসোসিয়েশন ও শ্রীমঙ্গল রোটারী ক্লাব মৌলভীবাজারের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড যৌথভাবে করার প্রত্যয় নিয়ে

ওয়েস্ট মিনিটার বাংলাদেশী এসোসিয়েশন ইউকে, কুইন্সপার্ক বাংলাদেশী এসোসিয়েশন ইউকে  ও শ্রীমঙ্গল রোটারী ক্লাব নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২২ অক্টোবর সকালে শ্রীমঙ্গল রোটারী ভবনে এ মত বিনিময় সভায় যোগদেন ওয়েস্ট মিনিটার বাংলাদেশী এসোসিয়েশন ইউকে এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল ও ভিডিও কলে সংযুক্ত হন কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশন ইউকে এর চেয়ারম্যান মো. রেফুল মিয়া।

শ্রীমঙ্গল রোটারী ক্লাবের ফাস্ট প্রেসিডেন্ট প্রবীণ ব্যাক্তিত্ব বিশিষ্ট চা ব্যবসায়ী রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্যদেন শ্রীমঙ্গল রোটারী ক্লাবের ফাস্ট প্রেসিডেন্ট অধ্যাপক অবিনাশ আচারয্য, শ্রীমঙ্গল রোটারী ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান রিপন, সাধারণ সম্পাদক রানা বণিক, ফাস্ট প্রেসিডেন্ট শুভ্র দাশ, রোটারিয়ান লিটন পাল, রোটারিয়ান নাঈম সরফরাজ, রোটারিয়ান বিকুল চক্রবর্তী, রোটারিয়ান কুতুব মিয়া ও রোটারী পল হ্যারিস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম ও বিশিষ্ট সমাজ হিতৈষী শামীম আহমদ। এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, সাপ্তাহিক জয়বার্তা প্রতিনিধি নিজাম উদ্দিন প্রমূখ। এর আগে সোমবার রাতে রোটারী ক্লাব অব শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল নিউজ কর্ণার এর পক্ষ থেকে ওয়েস্ট মিনিটার বাংলাদেশী এসোসিয়েশন ইউকে এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল কে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।

এ সময় ওয়েস্ট মিনিটার বাংলাদেশী এসোসিয়েশন ইউকে এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল জানান, ওয়েস্ট মিনিটার বাংলাদেশী এসোসিয়েশন ও  রোটারী ক্লাবের ধরণ প্রায় একই। উভয় সংগঠনের উদ্দেশ্যও প্রায় এক সুতরাং সামাজিক ও মানবিক উন্নয়নে উভয় সংগঠনের বিভিন্ন কর্মকান্ড এক সাথে করলে বৃহৎ পরিসরে করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com