শ্রীমঙ্গলে সরকারি জায়গা উদ্ধার করতে গিয়ে হামলার শিকার ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী
এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে সরকারি জায়গা উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন শ্রীমঙ্গল সদরের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শরদিন্দু দত্ত ও শ্রীমঙ্গল ভূমি অফিসের সায়রাত সহকারী শেখ সুলতান আহমদ (ইব্রাহিম)।
মঙ্গলবার ৩ ডিসেম্বর বেলা ১২টার দিকে শহরের জালালিয়া রোড দক্ষিণ (ছড়া সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে।
ভূমি অফিস সূত্রে জানাযায়, সরকারি খাসখতিয়ানের জায়গায়া মিজান মিয়া নামের এক ব্যক্তি দখল করে ভোগ করছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের নির্দেশে মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল সদরের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
শরদিন্দু দত্ত ও শ্রীমঙ্গল ভূমি অফিসের সায়রাত সহকারী শেখ সুলতান আহমদ (ইব্রাহিম)সহ অন্যরা সরকারি জায়গা উদ্ধার করতে গেলে মিজান মিয়ার নির্দেশে তার ছেলে চৌধুরী মিয়া, রাসেল মিয়া এবং রশিদ মিয়া দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শ্রীমঙ্গল ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীর উপর হামলা করেন।
ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মোবারক হোসেন খান।
এসয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরীসহ কর্তব্যরত চিকিৎসকরা আহতদের চিকিৎসা প্রদান করেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত শেখ সুলতান আহমদ নাক ও মাথায় প্রচুর আঘাত পেয়েছেন এবং তহসিলদার শরদিন্দি শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।
এদিকে ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে উপজেলা ভূমি সহকারি কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন সরকারি কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা প্রক্রিয়াধীন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে আমি আহতদের দেখতে হাসপাতালে গিয়েছি। এ বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাঁরা বলেছেন আইনানুগ ব্যবস্থা নিতে। ঘটনার বিষয়ে দ্রুততম সময়ে মধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন