শ্রীমঙ্গলে ৩দিনব্যাপী বৈশাখী মেলার সমাপনী

April 17, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী অনুশীলন চক্রের আয়োজনে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার সমাপনী অনুষ্টিত হয়েছে।

১৬ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল শিমু উদ্যানের মুক্ত মঞ্চে বৈশাখী মেলার সমাপনী অনুষ্টানে বৈশাখ উদযাপন পরিষদের আহ্বায়য়ক ও উপজেলা বিএনপির আহ্বায়য়ক কমিটির সদস্য হাফিজুর রহমান চৌধরী তুহিন বরর্ষবণ অনুষ্টান সহ ৩দিনব্যাপী বৈশাখী মেলা সুন্দর ও নিরাপদ ভাবে সম্পন্ন করেতে সহযোগিতা করায় জেলা প্রশাসক, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল থানা প্রশাসনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাপনি অনুষ্টানে বৈশাখী উৎসব উতযাপন পরিষদের অন্যান্য সদস্যসহ সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুশীলন চক্র কতৃক আয়োজিত ৩দিনের বৈশাখী মেলায় নৃত্য, সংগীত, নাটক, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী এবং আলোচনা সভা অনুষ্টিত হয়। মেলায় আগত শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন রাইটস, খেলনার দোকান এবং বিভিন্ন খাবার ও প্রসাধনীর স্টল ছিল। প্রতিদিন হাজার-হাজার মানুষের ঢল নামে বৈশাখী মেলায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com