শ্রীমঙ্গলে ৩৯ চিকিৎসকের সমন্বয়ে আড়াই হাজার মানুষের চিকিৎসা সেবা

December 28, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে মানবিক সংগঠন খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় আড়াই হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।

শুক্রবার ২৭ ডিসেম্বর সকালে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ দি বাডস্ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে দেশের স্বনামধন্য ৩৯ জন চিকিৎসকের মাধ্যমে দিনব্যাপী চিকিৎসা সেবা ও ঔষধ সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, জেমস ফিনলে চা কোম্পানির চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, গ্রান্ড সুলতান টি রিসোর্টের ভাইস চেয়ারম্যান সৈয়দ কামরুজ্জামান ও জেনারেল ম্যানেজার আরমান খাঁন।

গ্রান্ড সুলতান টি রিসোর্টের জেনারেল ম্যানেজার আরমান খাঁন জানান, জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্স শ্রীমঙ্গল শাখা থেকে অত্র অঞ্চলের দরিদ্র পীড়িত জনসাধারণের মাঝে দিনভর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সেবা কার্যক্রম কর্মসূচীর আয়োজন করা হয়। এই চিকিৎসা সেবা কার্যক্রমে রাজধানী ঢাকা ও সিলেটের স্বনামধন্য বিভিন্ন হাসপাতালের শিশুরোগ, স্ত্রী ও প্রসুতি, চর্ম ও যৌন, গ্যাস্ট্রোএন্টেরোলোজি, ইউরোলজি, অর্থপেডিক্স, জেনারেল প্রেকটশনার, মেডিসিন, নাক-কান-গলা, নিওরোলজি বিভাগের ৩৯ জন বিশিষ্ট স্বনামধন্য চিকিৎসকবৃন্দরা কার্যক্রমে চিকিৎসা সেবায় অংশ নেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান বলেন, ‘২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের হেলথ্ সার্ভিস, স্বাবলম্বী করা ও স্কলারশিপ প্রোগ্রাম। এই তিনটি কার্যক্রম নিয়ে আমরা মানবসেবায় কার্যক্রম শুরু করি।  শ্রীমঙ্গলে প্রথমবারের মতো এ কার্যক্রম শুরু করলাম। তবে এটা অনেকটা চ্যালেঞ্জিং, ২৩শ পঞ্চাশ জনের মতো রেজিষ্ট্রেশন হয়ে গেছে। তিন হাজার রেজিষ্ট্রেশন ছাড়িয়ে যাবে বলে ধারণা। আমি চাই, লোক সংখ্যা বাড়ানোর থেকে কোয়ালিটি পূর্ণ চিকিৎসা পাক প্রতিটি উপকারভোগী।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com