শ্রীমঙ্গল এমএসবি ইসলামিক সেন্টারে রমজান মাসব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ কোর্সের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

March 29, 2025,

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকায় অবস্থিত এম এস বি ইসলামিক সেন্টারের মাসব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার ২৮ মার্চ বেলা ৩টায় এমএসবি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মুফতি এহসান বিন মুজাহির।

এম এসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল ক্বারী হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুল করিম, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরী, শিক্ষক মফিজ মিয়া প্রমুখ।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা নোমান আহমদ, ক্বারী হাফেজ মোঃ বায়েজিদ আহমদ, কারী হাফেজ মাওলানা শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার দেন অতিথিরা।

পুরস্কার বিতরণ শেষে এম এস বি ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা এবং এম এস বি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শামছুর রহমান শাহনুর চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি ২০০৪ সালে প্রতিষ্ঠালাভ করে এলাকায় দ্বীন শিক্ষার আলো বিস্তারে বিশাল ভূমিকা রেখে চলেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com