শ্রীমঙ্গল প্রেসক্লাবের নির্বাচনে ১৫ পদে মনোনয়ন জমা দিয়েছেন ২২ জন প্রার্থী ১৫ জানুয়ারি নির্বাচন

January 6, 2025,

এহসান বিন মুজাহির: ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব এর কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৬) এর মনোনয়নপত্র জমা দিয়েছেন ২২ জন প্রার্থী।

সোমবার ৬ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাবের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ১৫ টি পদের বিপরীতে ২২  জন মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন-২০২৫-২০২৬ এর নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধুরী।

সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এম ইদ্রিস আলী (দৈনিক আমার দেশ) ও সৈয়দ আবু জাফর সালাউদ্দিন (দৈনিক যুগান্তর), সহসভাপতি পদে আবুল ফজল আব্দুল হাই ডন (দৈনিক সিলেটের ডাক), মো. আব্দুর রব (দৈনিক সংগ্রাম), সৈয়দ ছায়েদ আহমদ (দৈনিক আলোকিত বাংলাদেশ) ও শাহাব উদ্দিন (দৈনিক মৌমাছিকণ্ঠ)।

সাধারণ সম্পাদক পদে মো: সাইফুল ইসলাম (দৈনিক কালেরকণ্ঠ), ইয়াছিন আরাফাত রবিন (সম্পাদক দৈনিক খোলাচিঠি) ও রুবেল আহমদ (দৈনিক দিনকাল), যুগ্ম সাধারণ সম্পাদক পদে এহসান বিন মুজাহির (দৈনিক খবরপত্র), আবুজার রহমান বাবলা (দৈনিক শুভ প্রতিদিন) ও এম এ রকিব (দৈনিক নয়াদিগন্ত), কোষাধ্যক্ষ পদে মো: আনোয়ার হোসেন জসিম (দৈনিক ইনকিলাব), সহ-সম্পাদক (দপ্তর) পদে শামছুল ইমলাম শামিম (দৈনিক জবাবদিহি), সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন (বাংলা নিউজ টুয়েন্টফোর ডট কম); সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) গোলাম কিবরিয়া জুয়েল (দৈনিক সিলেট মিরর) ও নুর মোহাম্মদ সাগর (দৈনিক সিলেট প্রতিদিন), কার্যকরী কমিটির সদস্য পদে ইসমাইল মাহমুদ (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), মো. কাওছার ইকবাল (দৈনিক বাংলার দিন), সৈয়দ আমিরুজ্জামান (সাপ্তাহিক নতুন কথা), মিসবাহ উদ্দিন যুবায়ের (সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠি) ও মো. শাকির আহমদ (দৈনিক আমাদের কণ্ঠ)।

গত ১ জানুয়ারি দুপুরে প্রেসক্লাবের এমবিএ বেলাল-গোপাল দেব চৌধুরী কনফারেন্স রুমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন-২০২৫-২০২৬ এর নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী৷

ঘোষিত তফসিল অনুযায়ী রোববার মনোনয়নপত্র ক্রয়ের তারিখ ছিল এবং সোমবার ৬ জানুয়ারি  সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জমা দেওয়ার সময়সীমা ছিল। একইদিন বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই হয়। বাছাইয়ে কোনো প্রার্থী বাদ পড়েনি বলে নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা ও প্রেসক্লাব নির্বাচন ২০২৫ এর নির্বাচন অফিসার মো. সুয়েব হোসেন।

মঙ্গলবার ৭ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থী তালিকা ৮ জানুয়ারি বিকেল ৪টায় প্রকাশিত হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com