সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

September 18, 2024,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্য,অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার ১৮ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে বঞ্চিত চাকুরীপ্রার্থী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল মালিক, নাজিউর রহমান সামাদ, তারিকুল ইসলাম, মো: আলাউদ্দিন, জাহেদ হোসাইনসহ অন্যন্যরা। প্রচন্ড রোদের মধ্যে ঘন্টাব্যাপি চলা ওই মানববন্ধনে বক্তারা বলেন রিটেন এবং ভাইবা পরীক্ষায় ভালো ফল হওয়ার পরও আমাদের নিয়োগ হয়নি। এখানে যে অনিয়ম হয়েছে সেটা আমরা প্রথমে বুঝতে পেরেছি। কিন্তু তখন কথা বলার কোন সুযোগ ছিলো না। যারা দূর্নীতির সাথে জড়িত ছিলো সুষ্টু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ও অনিয়ম-দূর্নীতির মাধ্যমে যাদের চাকুরি হয়েছে তাদের চাকুরী বাতিল করে নতুন করে নিয়োগ দেওয়ার জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী কয়েক দিনের ভেতরে এই নিয়োগ বাতিল ও দায়িদের দৃষ্ঠান্তমূলক শাস্তি না হলে আমরা আইনী প্রক্রিয়াসহ মাঠের আন্দোলনে সক্রিয় থাকব। পরে তারা একটি স্মারকলিপি জেলাপ্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠান। উল্লেখ্য ৯ সেপ্টেম্বর মানবজমিনে ওই নিয়োগে বাণিজ্য,অনিয়ম ও দূর্নীতি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর জেলা জুড়ে তোলপাড় শুরু হয়। সিভিল সার্জন কার্যালয় থেকে ৫ কর্মচারীকেও বদলী করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com