সিলেটের সিরাজপুর কাজী বাড়ী দরবার শরীফে বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ সিলেটের বিশ্বনাথ উপজেলার সিরাজপুর কাজী বাড়ী দরবার শরীফে ভারতের রামপুরী ছাহেবগণ ও শাহ্ সুফী হযরত মাওলানা কাজী আব্দুল কাদির সিরাজপুরী কাজীবাড়ী ছাহেব নক্শবন্দি মুজাদ্দিদী (রহঃ) গণের বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৫ ফেব্রুয়ারি এ উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় দরবার শরীফ প্রাঙ্গণে সকাল ১০টা হতে রাত ২টা পর্যন্ত ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
ফাতেহা শরীফের বিভিন্ন অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল ধর্মীয় আলোচনা, তরিকায়ে আলিয়া, নক্শবন্দিয়া মোজাদ্দেদিয়া, ইব্রাহিমা বুজুর্গগণের আমলকৃত খতম, তা’লিম তরবিয়ত, মিলাদ, বিশেষ দোয়া মাহফিল, শানে বেলায়ত, বিশেষ করে নক্শবন্দিয়া, মোজাদ্দেদিয়া, ইব্রাহিমীয়া তরিকার বুজুর্গগণ সর্ম্পকে আলোচনা, খতমে খাজেগান, প্রাসঙ্গিক আলোচনা, শাজরায়ে তায়্যিবা, মোনাজাত, শিরণী বিতরণ ইত্যাদি।
ফাতেহা শরীফ অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন হযরত আল্লামা মাওলানা নজমুদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী। দরবার শরীফের গদিনীশীল পীর ছাহেব কিবলা খাদিমে তরিকত হযরত মাওলানা কাজী আব্দুল হাদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ফাতেহা শরীফে হযরত আল্লামা তরিকুল ইসলাম মুজাদ্দেদী খুলনা, কাজী মাওলানা রফিক আহম্মদ, তাজপুরী সহ দেশের খ্যাতনামা মাশায়েখে এ’জাম ও উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমান।
বৃহত্তর সিলেট অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থান থেকে আশেক, ভক্ত, মুরিদানসহ বিপুল সংখ্যক মুসলমান উক্ত ফাতেহা শরীফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন