সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ ময়দানে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত

June 18, 2024,

স্টাফ রিপোর্টার॥ হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার তিনটি জামাত ১৭ জুন অনুষ্ঠিত হয়েছে।
ঈদুল আযহার পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হয় ঈদগাহ ময়দানে। প্রথম জামাত সকাল সাড়ে ৬.৩০ মিনিট, ২য় জামাত ৭.৩০ মিনিট ও ৩য় জামাত ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। তিনটি জামাতে অর্ধ লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেছেন।
প্রথম জামাতে স্বাগত বক্তব্য রাখেন মেয়র মোঃ ফজলুর রহমান। এসময় পৌর মেয়র বিগত দিনের আয়-ব্যায় হিসাব উপস্থাপন করেন। সকল খরচ বাদ দিয়ে ঈদগাহের ব্যাংক হিসাবে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা জমা রয়েছে জানান। তিনি সকল দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) আব্দুস সালাম চৌধুরী।
সকাল ৬.৩০ মিনিটে অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব ও ইমাম মুহিবুর রহমান, সানী ইমামের দায়িত্ব পালন করেন সৈয়দ শাহ্ মোস্তফা (র:) দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ শামিম আহমদ।
সকাল ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত ২য় জামাতে ইমামতি করেন সুলতানপুর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুফতি শামছুজ্জোহা, সানী ইমামের দায়িত্ব পালন করেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরী।
সকাল ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত ৩য় জামাতে ইমামতি করেন বায়তুল মনোয়ার জামে মসজিদের (স্টেন্ড মসজিদ) এর খতিব হাফিয মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, সানী ইমামের দায়িত্ব পালন করেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাসান আহমদ চৌধুরী।
প্রত্যেকটি জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যান চেয়ে দোয়া করা হয়।
এ ছাড়া জেলার কুলাউড়া, রাজনগর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা ও জুড়ী সহ ৭টি উপজেলার শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com