সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ পরিদর্শনে জেলা প্রশাসক : চাঁদ দেখা গেলে সোমবার ঈদ

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ শনিবার ২৯ মার্চ রাতে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন পরিদর্শন করেন। রোববার চাঁদ দেখা গেলে ঈদ সোমবার হতে পারে।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) বুলবুল আহমদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: তাজ উদ্দিন, এনটিভি ও ইনকিলাবের রিপোর্টার, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, সাংবাদিক মো: শাহজাহান মিয়া, মো: মাহবুবুর রহমান রাহেল, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমসাদ আহমাদ, সমাজ সেবক আমিনুল ইসলাম, ইউপি সদস্য মনসুর আহমদ, পৌরসভার কনজারভেন্সী ইন্সপেক্টর মো: আব্দুল মতিন, ভান্ডার রক্ষক রুমেল আহমদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক অগ্রিম ঈদ মোবারক জানান এবং মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর শাওয়াল মাসের চাঁদ দেখা অনুয়ায়ী অনুষ্ঠিত হবে। জেলার সবচেয়ে বড় ঈদগাহ হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে ঈদের প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৬ টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭ টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন