হাইল হাওরে প্রাণ কোম্পানীর প্রকল্প নিমাণের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

April 10, 2025,

মো আব্দুল ওয়াদুদ : দেশের অন্যতম বড় হাওর হাইল হাওরে প্রাণ কোম্পানীর হবিগঞ্জ এগো লিমিটের প্রকল্প নিমাণের প্রতিবাদ ও মিথা মামলা প্রতাহারের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন কমসূচি পালন করা হয়েছে।

১০ এপ্রিল বহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পেসক্লাব সম্মুখে অনুষ্ঠিত মাববন্ধন পালন করে হাইল হাওর রক্ষা আন্দোলন নামের সংগঠন। এতে রাজিব সূতধর’র পরিচালনায় বক্তব্য দেন হাইল হাওর রক্ষা আন্দোলনের আহবায়ক মোহাম্মদ খায়রুল ইসলাম, জহর লাল দত্ত,এড. আবুল হাসান, শিবপ্রসন্ন ভট্টাচার্য, ছায়দুল ইসলাম সুয়েজ, ডা. রওশন মিয়া, শাহানুর আহমেদ, মীর শামীম ইসলাম, বিশ্বজিৎ নন্দী, কাজী মনজুর ইসলাম সদস্য সচিব হাইল হাওর রক্ষা আন্দোলন , রুমান আহমদ রানু, দেওয়ান আশিকাল রশিদ চৌধুরী। বক্তারা দুত হাইল রক্ষায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার দাবী জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com