শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর টমটম চালক খুনের ঘটনায় দুই আসামি গ্রেফতারের পর ছিনতাইকৃত টমটম উদ্ধার

October 20, 2024,

স্টাফ রিপোর্টার :   শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর টমটম চালক আবুল খায়ের (২২) এর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান আসামি রুবেল আহমেদ সাগর ওরফে জসিমকে এবং অপর আসামি গাফফারুল ইসলাম মুরাদকে গ্রেফতারের পর এবার কমলগঞ্জ উপজেলা থেকে ছিনতাইকৃত মিনি টমটম উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

রবিবার ২০ অক্টোবর দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

জানা যায়, গত ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার কালিঘাট চা বাগান  থেকে আবুল খায়ের নামের এক টমটম চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী সুমনা আক্তার বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওই লাশ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত আসামি রুবেল আহমেদ সাগর ওরফে জসিম এবং গাফফারুল ইসলাম মুরাদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল জানান, টমটম চালক খুনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই আমাদের গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় খুনে জড়িত প্রধার আসামি জসিম এবং মুরাদকে আটক করতে সক্ষম হই।

আটকের পর তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের ৩-৪ জন সহযোগী মিলে টমটম চালক আবুল খায়েরকে হত্যার কথা স্বীকার করে।

আসামীগন ভিকটিমের পরিচিত হওয়ায় এবং টমটম ছিনতাই করার সময় ভিকটিম আসামীদের চিনতে পারায় আসামীগন ভিকটিমকে হত্যা করেছে বলে আসামীরা স্বীকার করে।

গ্রেপ্তারকৃত আসামি জসিমসহ আরও ৩-৪ জন গত সোমবার রাত আনুমানিক ৯টার সময় ভিকটিম আবুল খায়েরকে অটোরিকশাসহ কালীঘাট চা বাগানে নিয়ে যায়। সে সময় তার মিনি টমটম ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে খায়ের তাদেরকে বাধা দেয়। এসময় তারা ধারালো চাকু দিয়ে আবুল খায়েরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাদের ধারালো চাকুর আঘাতে আবুল খায়ের মারা গেলে আসামিরা তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।

গ্রেফতারকৃত দুইজন আসামির দেয়া তথ্যে খুনের ঘটনা ও ছিনতাইতে জড়িত অজ্ঞাতনামা আসামীদের শনাক্ত করে গ্রেফতার ও ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধারের জন্য শ্রীমঙ্গল থানা পুলিশের একাধিক চৌকস টিম মাঠে কাজ শুরু করে।

গতকাল ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের কান্দিগাঁও মনিপুরিপাড়াস্থ আটখোলা প্রাইমারী স্কুলের সামনে পাকা রাস্তা থেকে খুনের শিকার আবুল খায়েরের ছিনতাইকৃত মিনি টমটম উদ্ধার করা হয়। ঘটনার জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com