March 29, 2025,

এইচ ডি রুবেল : কুলাউড়ায় অনলাইন পত্রিকা আমাদের কথা’র উদ্যোগে সমাজের দুস্থ ও অসহায় মানুষের মুখে ঈদে হাসি ফুটাতে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পত্রিকার সম্পাদক লুৎফুর রহমান বাবু ও প্রকাশক ফাতেমা খাতুন’র অর্থায়নে শুক্রবার (২৮ মার্চ) কুলাউড়া উপজেলার বড়কাপন গ্রামে দেড় শতাধিক পরিবারের সদস্যদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

উপহারের মধ্যে ছিল তেল, ময়দা, সেমাই ও চিনিসহ অন্যান্য উপকরণ।

পত্রিকার প্রকাশক ফাতেমা খাতুন বলেন, “ঈদে সবার মুখে হাসি ফুটাতে গেল কয়েক বছর থেকে এই প্রয়াস আমাদের। আগামীতে আরও বড় পরিসরে অনেক মানুষকে এই ঈদ উপহার প্রদান করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন”।

শুক্রবার বিকেল ৩টায় কুলাউড়ার বড়কাপনস্থ বাড়িতে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে

প্রিয় কুলাউড়ার সম্পাদক একে এম জাবের ‘র উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন কুলাউড়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস, স্থানীয় মেম্বার ছালিক আহমেদ, সাবেক ব্যাংকার নেয়ামত আলী, প্রজন্ম যুব সংঘের উপদেষ্টা ব্যবসায়ী জিল্লুর রহমান, অনুলিপির এডমিন আশিকুল ইসলাম বাবু প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com