কুচারমহল হযরত শাহ খোয়াজ (র:) হাফিজিয়া মাদ্রাসায় হিফজ শিক্ষার্থীদের মধ্যে পাগড়ী বিতরণ

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার কুচারমহল হযরত শাহ খোয়াজ (র:) হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হিফজ শিক্ষার্থীদের মধ্যে পাগড়ী বিতরণ করা হয়।
২২ এপ্রিল মঙ্গলবার রাতে পাগড়ী ও সমাপনী সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। পরে তিনি ১০ জন পবিত্র আল কোরআনুল করীম হিফজ ছাত্রদের মধ্যে পাগড়ী বিতরণ করেন।
বিশিষ্ট সমাজসেবী দুরুদ আহমদের সভাপতিত্বে ও মাওলানা মাহফুজ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এনটিভি ও ইনকিলাবের রিপোর্টার এস এম উমেদ আলী, দৈনিক রুপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো: শাহজাহান মিয়া, পৌর বিনেপির আহবায়ক সৈয়দ মমসাদ আলী, মাদ্রাসার শিক্ষক সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার ছাত্রগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন