মৌলভীবাজারে মাদ্রাসায় হা*মলা, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভি*যানে অ*স্ত্রসহ ৩ জন গ্রে*প্তার

April 24, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে জামেয়াতুল ফালাহ মাদ্রাসার নিরীহ ছাত্র শিক্ষকদের উপর এলোপাথারি হামলা চালায়। হামলায় শিক্ষক ও ছাত্র সহ ৪ জন আহত হন। এঘটনায় ১টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৪ এপ্রিল দুপুরে মাদ্রসা কমিটির লোকজনের সাথে বিরোধের জের ধরে স্থানীয় সন্ত্রাসী চাঁন মিয়ার নেতৃত্বে হামলা হয়। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন মাদ্রসার প্রিন্সিপাল মুফতি ওযিরুল ইসলাম মাসুদ, মাওলানা গিলমান আহমদ, ছাত্র শিপন আহমদ ও অফিস সহকারী রাহেল আহমেদ। তাদেরকে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জামেয়াতুল ফালাহ শেরপুর মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মো: চাঁন মিয়া ও তার সহ যোগীদের বাকবিতন্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে তার সংঘবদ্ধ হয়ে তারা মাদ্রাসায় হামলা চালায়।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মো: চাঁন মিয়া, আব্দুল হামিদ ও খালেদ মিয়াকে গ্রেপ্তার করে। আটকের পর চাঁন মিয়ার বাড়িতে তল্লাশী চালিয়ে ১টি পাইপগান, চায়নিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় আস্ত্র উদ্ধার করেন যৌথবাহিনীর সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com