অড্রে অজৌয়াই ইউনেস্কোর মহাপরিচালক নিযুক্ত

November 11, 2017,

আবু তাহির॥ ইউনেস্কো এর সাধারণ সম্মেলনে   ইউনেস্কোর মহাপরিচালক পদে নিযুক্ত হয়েছেন অড্রে অজৌয়াই। এক্সিকিউটিভ বোর্ড দ্বারা সাবেক  মহাপরিচালক ইরিনা বোকোভা এর স্থান গ্রহণের জন্য অড্রে অজৌয়াই কে ১৩ অক্টোবর  মনোনীত করা হয়েছিল।
জেনারেল কনফারেন্সের ৩৯ তম অধিবেশনের সভাপতি জোহর আলাউই, এর সভাপতিত্বে  আজ নতুন  মহাপরিচালককে অভিনন্দন জানানো হয়।
নব নিযুক্ত ডিরেক্টর জেনারেল অড্রে অজৌয়াই বলেন সাম্প্রতিক মাসগুলোতে যে সব মানুষকে দেখেছি যে সব কাজ দেখেছি আমার বিশ্বাস তারা  ইউনেস্কোর কাছ থেকে অনেক কিছু আশা করে”। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলির সম্মুখীন হওয়া এবং সর্বক্ষেত্রে ঐক্য এবং শান্তির জন্য প্রচেষ্টা করতে আমাদেরকে কাজ করতে হবে।
ফ্রান্সের সাবেক সংস্কৃতি মন্ত্রী অড্রে অজৌয়াই আগামী ১৫ নভেম্বর থেকে ইউনেস্কোর দায়িত্ব পালন শুরু করবেন।
সম্মেলন থেকে  সাবেক ডিরেক্টর জেনারেল ইরিনা বাকুবাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এসময় বিভিন্ন দেশের মন্ত্রী, রাষ্ট্রপ্রধান ও কূটনীবিদগণ ইরিনা বাকুবা কে দাঁড়িয়ে করতালির মাধ্যমে শ্রদ্ধা জানান। ইরিনা বাকুবা তার বক্তব্যে নবনিযুক্ত ডিরেক্টর জেনারেল কে অভিনন্দন জানান। তিনি বলেন ইউনেস্কো আরো শক্তিশালী হবে। আগের চেয়ে আরো প্রাণবন্ত ও বিশ্বের সকল সমস্যা মোকাবেলায় সঠিক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com