(ভিডিওসহ) অধ্যক্ষ আহাদ চৌধুরীর প্রেসক্লাবে মতবিনিময় : পচন্দের নির্বাচনী আসন মৌলভীবাজার-৪

September 22, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল আহাদ চৌধুরী মৌলভীবাজার জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
২২ সেপ্টেম্বর শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের হল রুমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় তিনি তার মুক্তি যুদ্ধের নানা স্মৃতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান থাকা অবস্থায় মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা উল্লেখযোগ্য কর্মকান্ড তুলে ধরেন। সাংবাদিকদের সাথে আলাপে তিনি জানান সম্প্রতি তিনি জেলার দুটি সংসদীয় আসনের তৃণমূলের মানুষসহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করছেন। জনসভা ও উঠান বৈঠক চালাচ্ছেন। তবে কি কারনে গনসংযোগ চালাচ্ছেন তা খোলাসা না করায় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবেন কি না। আর নির্বাচনে অংশ নিলে কোন সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন এবিষয়টি সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা আমাকে মাঠে কাজ করতে বলেছেন। তিনি যদি আমাকে নির্বাচনে অংশ নিতে বলেন তাহলে জেলার যে কোন আসন থেকেই আমি নির্বাচন করতে আগ্রহী। জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন না দিলে তিনি নির্বাচনে অংশ নিব না বলে জানান। উল্লেখ্য সম্প্রতি তিনি জেলার ২টি সংসদীয় আসন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) ও মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) সংসদীয় আসনের নানা শ্রেণী পেশার মানুষের সাথে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং এই সরকারের নানা উন্নয়ন ফিরিস্তি জনগণের কাছে তুলে ধরছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন সব সংসদীয় আসনই তার প্রিয় তবে তার অন্যতম পচন্দের আসন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল)। মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিয়ে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতা আব্দুল গাফফার কুতুবী , মুক্তি যোদ্ধার সন্তান কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় নেতা মোস্তাক আহমদ খান, মো: ইব্রাহীম, মো: লিখন, ডা: জাকির আহমদ ও রিপন আহমদসহ স্থানীয় জনগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com