অধ্যক্ষ হেলাল উদ্দিন কমলগঞ্জের শ্রেষ্ট অধ্যক্ষ নির্বাচিত
কমলগঞ্জ প্রতিনিধি॥ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ (কলেজ) এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্টানের প্রধান নির্বাচিত হয়েছে কমলগঞ্জ উপজেলার আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন।
২৬ ফেব্রুয়ারি রোববার সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এর বিভিন্ন ক্যাটগরিতে বাছাই অনুষ্ঠিত হয়। কমলগঞ্জে ৩টি কলেজের মধ্যে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান মোঃ হেলাল উদ্দিন নির্বাচিত। তিনি ২০০৪ সালেও জেলা ও উপজেলায় শ্র্রেষ্ট প্রতিষ্টান প্রধান নির্বাচিত হয়েছিলেন। মোঃ হেলাল উদ্দিন শিক্ষকতার পাশাপাশি সমাজসেবামুলক,সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত। তিনি মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য, কমলগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, উপজেলা বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক, জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনারসহ বিভিন্ন সংগঠনের সাথে নিবিড়ভাবে কাজ করছেন। অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন ২০০০ সালে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরবর্তীতে অধ্যক্ষের দায়িত্ব পান। প্রতিষ্টাকালীন অধ্যক্ষ হিসাবে তিনি কলেজটিকে স্বনামধণ্য প্রতিষ্ঠান হিসাবে অত্র এলাকায় পরিচিত লাভ করেছে। আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ ইতিমধ্যে ফলাফল দিক দিয়ে বোর্ড কৃর্তক একাধিকবার শ্রেষ্ট মনোনীত হয়। এ ছাড়াও যেভাবে প্রায় ১৭ বছর ধরে কোন ধরনের সরকারী সহযোগীতা ছাড়াই কলেজটিকে টিকিয়ে রেখেছেন তা প্রশংসার দাবীদার।
অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন শ্রেষ্ট প্রধান নির্বাচিত হওয়ায় সকলের সহযোগীতা কামনা করছেন। বিশেষ করে শিক্ষকমন্ডলী, গর্ভণিং বডিসহ অভিভাবকদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সরকারের কাছে কলেজটিকে এমপিও ভুক্ত করার মাধ্যমে নারী শিক্ষার অগ্রযাত্রাকে বেগমান করতে আহবান জানিয়েছেন।
মন্তব্য করুন