অনলাইন কোরআন প্রতিযোগীতায় ৯ জন বিজয়ী নগদ অর্থ উপহার

স্টাফ রিপোর্টার : মাহে রামাদ্বান উপলক্ষে বাংলাদেশ আঞ্জমানে আল ইসলাহ দুবাই শাখার প্রচার সম্পাদক এম.মাছুম আহমদ সিদ্দিকী প্রধান পরিচালক হিসেবে তার নিজ উদ্যেগে আয়োজিত অনলাইন কুরআন প্রতিযোগিতা ২০২৫ সুন্দর ভাবে সফল হয়েছে।
অনলাইন কোরআন প্রতিযোগীতা প্রোগ্রামের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাফিজ এম এ ওহাব, ১নং রহিমপুর ইউনিয়ন আল ইসলাহ এর সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ মোস্তাকিম আহমদ, সাংবাদিক আব্দুল বাছিত খাঁন।
বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন, কাজী মাওলানা ক্বারী উমর ফারুক, হাফিজ মাওলানা ক্বারী আহমাদ হোসাইন চৌধুরী শ্রীমঙ্গলী, মাওলানা ক্বারী সাইদুর রহমান আদর, মাওলানা ক্বারী সেলিম আহমদ হাসানী, এছাড়া বিচারক মন্ডলীকে উপহার প্রদান করেছেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সংযুক্ত আরব আমিরাতের গায়াতী শাখার সভাপতি ক্বারী আখতার উদ্দিন চৌধুরী। প্রতিযোগীদের পুরুস্কার হিসেবে নগদ অর্থ উপহার প্রদান করেছেন, লন্ডন প্রবাসী ক্বারী সিহাব উদ্দিন, আল ইসলাহ দুবাই শাখার সভাপতি ক্বারী দেলওয়ার হোসাইন, কুয়েত প্রবাসী আফরোজ আহমদ, দুবাই প্রবাসী মোবারক হোসেন, কাতার প্রবাসী ক্বারী আবেদুর রহমান,আরো চারটি পুরস্কার প্রদান করেছেন প্রধান পরিচালক এম মাছুম আহমদ সিদ্দিকী।
সিলেট বিভাগসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে থেকে ৫৪ জন প্রতিযোগী অনলাইনে অংশগ্রহণ করেন। মঙ্গলবার ১ এপ্রিল তারিখে সকল প্রতিযোগী থেকে ৯ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষনা করেন বিচারক মন্ডলী এবং তাদের মোবাইলে বিকাশের মাধ্যমে পুরস্কার হিসেবে নগদ পৌছে দেওয়া হয় । প্রতিযোগিতার বিজয়ী ৯ জন হলেন, প্রথম স্থান অর্জন করেন আব্দুস সালাম, কমলগঞ্জ। ২য়,হাফিজ হিলাল হুসাইন সাতক্ষীরা খুলনা, তৃতীয়, শেখ আহমদ শাহরিয়ার, সদর মৌলভীবাজার। চতুর্থ, জান্নাতুন নেছা, কমলগঞ্জ। পঞ্চম, মারজান আহমদ চৌধুরী, বালাগঞ্জ সিলেট। ষষ্ঠ, শেখ মোহাম্মদ নাদিম, বিশ্বনাথ সিলেট। সপ্তম, হাফিজ মাজহারুল ইসলাম মোরশেদ, কমলগঞ্জ। অষ্টম, তাবাসসুম সিদ্দিকা নিহা, কমলগঞ্জ। নবম, হাফিজ ইমরান আহমদ কমলগঞ্জ। অনলাইন কুরআন প্রতিযোগিতার পরিচালক বৃন্দদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধান পরিচালক মাছুম আহমদ
মন্তব্য করুন