(ভিডিও সহ) অনেক চেষ্টার পর ৩৪ বছর বয়সী ‘রাজলক্ষ্মী’কে বাঁচানো গেলনা

July 21, 2017,

স্টাফ রিপোর্টার॥ অবশেষে রাজলক্ষী হাতিকে বাঁচানো গেলনা। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে উত্তরভাড়াউড়া এলাকায় সড়কের পাশে ট্রাক থেকে নামানোর সময় পড়ে গিয়ে আহত হয় পোষা হাতি ‘রাজলক্ষ্মী’। তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না। ৭ দিন ধরে হাতিটির চিকিৎসার চলছিল। উঠে দাঁড়াতে পারছিল না। চিকিৎসকদের ধারণা, হাতিটির কোমর অথবা মেরুদন্ডের হাড় স্থানচ্যুত হয়েছে। বাচাঁর কোন লক্ষণ ছিল না।
শুক্রবার ২১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল শহরের উত্তরভাড়াউড়া এলাকায় ৫ নং পুলের কাছে ‘রাজলক্ষী’ পোষা হাতি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিটির মালিক কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কানাইদাসি গ্রামের সিরাজুল ইসলাম।
কয়েক মাস আগে ব্রাম্মনবাড়িয়ার এক লোক ভাড়া নেয় সার্কাস ও বিয়ের অনুষ্ঠানে খেলা দেখানোর জন্য। ১৪ জুলাই শুক্রবার রাতে হাতিটি ট্রাকে করে ফেরত দিতে আনা হয়। শ্রীমঙ্গলে ট্রাক থেকে নামাতে গেলে হাতিটি ছিটকে পড়ে আহত হয়। বয়স প্রায় ৩৪ বছর। ওজন সাড়ে তিন হাজার কেজি।
হাতিটির মালিক সিরাজুল ইসলাম বলেন, ‘হাতিটি শ্রীমঙ্গল গরুর বাজার এলাকায় নামানোর কথা ছিল। তা না করে শ্রীমঙ্গল উপজেলা সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকায় নামানো হয়। ভুল জায়গায় নামানোর কারণে হয়তো ট্রাক থেকে ছিটকে পড়ে হাতিটি আহত হয়েছে। আমার এলাকায় পাহাড়ের দিকে নিয়ে গেলে সমস্যা হতো না। সার্কাসের লোকজন সেখানেই নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু আমার ছোট ভাই আসার আগেই তাঁরা ট্রাক থেকে হাতিটি নামান। ছোট ভাই গিয়ে দেখে, হাতিটি মাটিতে পড়ে আছে। সার্কাসের লোকেরা বলেন, সমস্যা নেই। পরে এসে হাতি নিয়ে যান। পরের দিন সকালে আমরা সকালে হাতিটি নিতে আসলে দেখি, হাতিটি দাঁড়িয়ে কিছুক্ষণ হেঁটেই পড়ে যায়। আর উঠতে পারেনি।
ভাড়াউড়া এলাকায় খালি জমিতে প্রাণিসম্পদ বিভাগের লোকজন হাতিটির পায়ে সুচ গেঁথে স্যালাইন দিয়েছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, জেলা প্রাণী হাসপাতালের ভেটেরিনারি সার্জন নিরোদ চন্দ্র সরকার, শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মো. আরিফুল ইসলাম। গত কয়েক দিন থেকে হাতিটি এক জায়গায় পড়ে থাকায় গর্ত হয়ে কাঁদায় পরিনত হওয়ায় অন্য একটি হাতি দিয়ে টেনে তার স্থান পরিবর্তন করা হয়েছে।
ভেটেরিনারি সার্জন মো. আরিফুল ইসলাম বলেন, ‘শুরু থেকেই আমি হাতিটির চিকিৎসা করছি। তেমন উন্নতি নেই। এ রকম বেশি দিন শুয়ে থাকলে হাতি বাঁচে না। দুর্ঘটনায় হাতিটির কোমর বা মেরুদন্ডের হাড় স্থানচ্যুত হয়ে থাকতে পারে। এক্স-রে করে দেখার সুযোগ নেই। বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন বিভিন্ন ধরনের ২০ লিটার স্যালাইন দেওয়া হয়। সাফারি পার্ক ও চিড়িয়াখানার প্রাণী বিশেষজ্ঞদের পরামর্শমতোই চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com