অন্তর্জাতিক নারী দিবসে শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি শ্রীমঙ্গল: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে শ্রীমঙ্গলে নারী দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ মার্চ দুপুরে শহরের মৌলভীবাজার রোডস্থ লেবার হাউস হলরুমে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে আইএলও,এবং আইপিডিএস, এর সহযোগিতায় সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সম্পাদিকা রেখা বাকতির সভাপতিত্বে বক্তব্য রাখেন বালিশিরা ভ্যালির সহ সভাপতি সবিতা গোয়ালা, সহ-সভাপতি পংকজ কন্দ, চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালেন্দি, কার্যকরী সভাপতি বৈশিষ্ঠ তাঁতী প্রমুখ।
সভায় নারী দিবসে সেমিনার, কর্মশালা এবং আলোচনা সভা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উদ্বোধনী ভাষণ দেন এবং বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। যেখানে নারী শ্রমিকরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং নিজেদের অধিকারের বিষয়ে আলোচনা করেন সভায় উপস্থিত নেতৃবৃন্দ নারী শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং কর্মস্থলের পরিবেশের উন্নতি সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নারী দিবসের প্রধান লক্ষ্য হলো চা শ্রমিক নারীদের সামাজিক ও অর্থনৈতিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সেইসাথে একদিকে যেমন এটি নারী শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা করে এবং তাদের ন্যায্যতা নিশ্চিত করার জন্যও গুরুত্বপূর্ণ, তেমনি এটি তাদেরকে বিভিন্ন ধরনের বৈষম্য, শোষণ ও নির্যাতন থেকে মুক্ত করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে।
বক্তারা আরও বলেন বাংলাদেশের চা শিল্প দেশের গুরুত্বপূর্ণ একটি খাত হলেও এই খাতের শ্রমিকরা বিশেষ করে নারীরা একধরণের অবহেলার শিকার, তবে চা শ্রমিক ইউনিয়ন নারীদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক অবস্থা উন্নয়ন এবং শ্রমিকদের প্রতি ন্যায্যতা নিশ্চিত করতে নানা ধরনের আন্দোলন এবং সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছে। এই উদ্দেশ্যে প্রতিবছর নারী দিবস পালন করা হয়, যাতে চা শিল্পে কর্মরত নারীদের অবদান এবং তাদের অধিকার বিষয়ে সকলকে সচেতন করা যায়।
মন্তব্য করুন